ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপী বাণিজ্যমেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, ডিসেম্বর ১৫, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপী বাণিজ্যমেলা ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠান

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে মাসব্যাপী কৃষি, শিল্প ও বাণিজ্যমেলা। শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

জেলা প্রশাসনের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে পৌরশহরের নিয়াজ মুহম্মদ স্টেডিয়াম প্রাঙ্গণে মাসব্যাপী এ মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

এবারের মেলায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৮০টি স্টল সাজানো হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।