শুক্রবার (২৬ জানুয়ারি) বাণিজ্যমেলা ঘুরে দেখা গেছে, মেলায় আসা ক্রেতারা বিশেষ প্যাকেজে বিস্কুট ভর্তি ছোট-বড় টিন, কার্টন, বালতি কিনছেন। মেলায় আগত প্রায় প্রত্যেক ক্রেতার হাতে কোনো না কোনো কোম্পানির বিস্কুটের টিন বা কার্টন রয়েছে।
বিস্কুটের কয়েকটি প্যাভিলিয়ন ঘুরে দেখা যায়, ক্রেতাদের চাপে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। একেকজন বেশ কয়েকটি প্যাকেজের অফার কিনছেন। বাচ্চাদের চিপস, কেক, বিস্কুটের আইটেমগুলো আলাদা প্যাকেজে বিক্রি হচ্ছে। এছাড়া কেউ এক-দু’টি আইটেম কিনতে চাইলে সে ব্যবস্থাও রয়েছে।
প্রাণের প্যাভিলিয়নে ৫০০ টাকা দিয়ে ড্রাই কেক, টোস্ট, বনসহ ৮ আইটেমের প্যাকেজ কিনলে বালতি, বল ফ্রি পাচ্ছেন ক্রেতারা। তাতে ২০০ টাকা সাশ্রয় হয় বলে জানান বিক্রেতারা। ৪০০ টাকায় ঢাকনা বালতি ভর্তি বিস্কুটের প্যাকেজে ১০০ টাকা ছাড়। এ রকম প্রতিটি প্যাকেজে ১০০ থেকে ৩০০ টাকা পযর্ন্ত ছাড় দিচ্ছে কোম্পানি।
কোকাকোলার প্যাভিলিয়নে ২৬ আইটেমের বিস্কুট ৪০০ টাকা, ২০ আইটেম ৩০০ টাকা, ১৬ আইটেমের বিস্কুটের প্যাকেজ ২০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিটি প্যাকেজে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত ছাড়।
কোকাকোলার সিনিয়র সেলস অফিসার মামুনুর রশিদ বলেন, মেলায় বিস্কুট, কেক, নুডলস বিক্রি সবসময় বেশি। আজ শুক্রবার হওয়ায় বিক্রি আরো ভালো। ছাড়ের কারণে ক্রেতারা আকৃষ্ট হচ্ছেন।
মেলায় সবচেয়ে বেশি ভিড় দেখা গেলো নাবিস্কো বিস্কুটের প্যাভিলিয়নে। পুরো প্যাভিলিয়নজুড়ে বিস্কুটের মৌ মৌ গন্ধ। বিভিন্ন প্যাকেজ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। ইত্যাদি, টক-ঝাল-মিষ্টি ও রকমারি-এ তিনটা প্যাকেজে বিশেষ ছাড় দিচ্ছে। প্যাকেজগুলো ১৫ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে।
নাবিস্কো বিস্কুটের প্যাভিলিয়নে কথা হয় মেলায় আসা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সুকান্ত দে-র সঙ্গে। তিনি বলেন, বাচ্চারা বিস্কুট খুব পছন্দ করে। শুকনো খাবারের মধ্যে বিস্কুট খুবই জনপ্রিয়। প্রাথমিকভাবে অতিথিও অ্যাপায়ন করা যায়। আর নাবিস্কোর প্রতি আমার একটা দুর্বলতা রয়েছে, তাই নিলাম।
এবারের মেলায় নাবিস্কো রের্কড পরিমাণ বিস্কুট বিক্রি করতে যাচ্ছে বলে জানালেন সিনিয়র সেলস কর্মকর্তা সিরাজুল ইসলাম।
রোমানিয়া বিস্কুটের প্যাভিলিয়নে মেলা উপলক্ষে ১৮টি প্যাকেজ নিয়ে এসেছে। লেক্সাস বিস্কুটের প্রতি প্যাকেট ৪৬ টাকায় দিচ্ছে। রোমানিয়ার ফ্যামিলি প্যাকেজ মেলার বাইরে ৬৯০ টাকা, আর মেলায় বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। প্রতিটি প্যাকেজে ৫০ থেকে ২০০ টাকা পযর্ন্ত ছাড় পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এমসি/জেডএস