ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সব মহিলা হলে অনুষ্ঠিত হয়েছে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন আয়োজিত ‘পিরিয়ডবিষয়ক সচেতনতা ও পণ্য বিতরণ কার্যক্রম’।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ হাসিনা হলের প্রভোস্ট হোসনেয়ারাসহ হলের ছাত্রী ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পিরিয়ডজনিত বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক আলোচনা উপস্থাপন করেন।
এ সময় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এক হাজার ছয়শ ছাত্রীকে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়।
বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, পিরিয়ডবিষয়ক সচেতনতা তৈরির এই কার্যক্রম সারা দেশে চলবে।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ১০,২০২৩
এএটি