ঢাকা: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ‘ত্রুটি সংশোধনের মাধ্যমে তা পুনরায় প্রকাশের’ দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েছে শতাধিক শিক্ষার্থী৷
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে এ শিক্ষার্থীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকে৷
বেলা ২টা ৫০ মিনিটে পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয়ে প্রবেশ করে তারা৷ তখন সেখানে নিয়োজিত সেনাবাহিনী ও পুলিশ শিক্ষার্থীদের আলোচনার আহ্বান জানালেও তারা তারা আন্দোলন চালিয়ে যায়৷
একাধিক শিক্ষার্থী বলে, ‘আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই৷ বোর্ড থেকে কাউকে ভালো ফলাফল দেওয়া হয়েছে আর কাউকে কম৷ অথচ আমরা ভালো লিখেছি৷ আমরা চাই দ্রুত সময়ে এই ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক৷’
সম্প্রতি এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে প্রত্যাশিত ফল না পেয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার কতিপয় শিক্ষার্থী সংশ্লিষ্ট বোর্ডের সামনে আন্দোলন করে।
এরই ধারাবাহিকতায় বুধবার সচিবালয়ে ঘটনাটি ঘটাল প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
জিসিজি/এইচএ/