ঢাকা: ইস্ট এশিয়ান ইউনিভার্সিটি নামে কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব পায়নি বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)।
মঙ্গলবার (২১ জানুয়ারি) এপিইউবি কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ইস্ট এশিয়ান ইউনিভার্সিটি নামে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ে ইউজিসির তথ্যসূত্র অনুযায়ী এপিইউবি অনুসন্ধান করে এ জাতীয় কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব পায়নি। এ নামের কোন প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সদস্যও নয়।
শিক্ষার্থী, অভিভাবকদের এ ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এমআইএইচ/এএটি