গাজীপুর: গাজীপুরের শিববাড়ির মোড় এলাকায় ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
শনিবার (১৯ এপ্রিল) সকালে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শিববাড়ি গিয়ে শেষ হয়।
ষড়যন্ত্রের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও, কুমিল্লায় হামলা কেন ? প্রশাসন জবাব দাও মিছিলে এ ধরনের স্লোগান দেয় শিক্ষার্থীরা।
মিছিল শেষে গাজীপুর জেলা শহরের শিববাড়ি মোড়ে আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আমরা সচিবালয়ে বৈঠক করে ব্যবস্থা নিতে বলেছিলাম, কিন্তু তার কোনো বাস্তবায়ন নেই। এর আগে শিক্ষা উপদেষ্টার আহ্বানে আমাদের কর্মসূচি শিথিল করেছিলাম, কিন্তু আমাদের দাবি বাস্তবায়ন হয়নি। শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
আরএস/জেএইচ