ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

র‌্যাগিংবন্ধে কাজ করছে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
র‌্যাগিংবন্ধে কাজ করছে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি

গোপালগঞ্জ: গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ে আগত ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের র‌্যাগ দেওয়া বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কাজ করছে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি (বশেমুরবিপ্রবিসাস)।



এ বিষয়ে আলোচনার জন্য সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার মো. নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক করেন বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যরা।

এ সময় বশেমুরবিপ্রবিসাস’র সদস্যরা ক্যাম্পাসে র‌্যাগিং বন্ধে তাদের কার্যক্রম তুলে ধরেন। কার্যক্রম শুনে উপাচার্য তাদের স্বাগত জানান ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন হলে ও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে এ বিষয়ে নোটিশ টানানো হয়েছে।

নোটিশে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে র‌্যাগে অংশগ্রহণকারী শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়া ধরিয়ে দিতে পারলে বিশেষভাবে পুরস্কৃত করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।