ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

‘নারীকে মানুষ হিসেবে দেখতে হবে’

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
‘নারীকে মানুষ হিসেবে দেখতে হবে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: নারীকে নারী নয়, মানুষ হিসেবে দেখতে হবে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অধ্যাপক ফারজানা ইসলাম।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে জাবি প্রশাসনিক ভবনের সামনে যৌন নিপীড়নবিরোধী সচেতনতামূলক র‌্যালির উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।

র‌্যালির আয়োজন করে জাবি ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্র।

জাবি উপাচার্য বলেন, নারীকে নারী নয়, মানুষ হিসেবে দেখতে হবে। নিজের কারণে অন্যের যেন দুর্ভোগ বা ভোগান্তি সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক ও সচেতন থাকতে হবে। একে অপরের সম্মান ও আত্মমর্যাদার প্রতি নারী-পুরুষ সবাইকে অবশ্যই শ্রদ্ধাশীল থাকতে হবে।

র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন- জাবি উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক রাশেদা আখতার, জাবি’র বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।


বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
আরএইচএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।