ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুবিতে অপেক্ষমাণ তালিকা থেকে সাক্ষাৎকার ১৭ জানুয়ারি

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
কুবিতে অপেক্ষমাণ তালিকা থেকে সাক্ষাৎকার ১৭ জানুয়ারি

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথমবর্ষে ভর্তির জন্য অপেক্ষমাণ তালিকা থেকে সাক্ষাৎকার শুরু হবে আগামী ১৭ জানুয়ারি।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব মো. মজিবুর রহমান মজুমদার সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধা তালিকা থেকে ৩৫১ থেকে ১২০০ মেধাক্রম পর্যন্ত সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।
১৭ জানুয়ারি মেধাক্রম ৩৫১-৬৫০, ১৮ জানুয়ারি ৬৫১-৯৫০ এবং ১৯ জানুয়ারি মেধাক্রম ৯৫১-১২০০ পর্যন্ত ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার নেওয়া হয়।

‘বি’ ইউনিটে উত্তীর্ণদের মেধা তালিকা থেকে ১৭ জানুয়ারি মেধাক্রম ২৫৮-৫৫০ (মানবিক বিভাগ), ১৮ জানুয়ারি মেধাক্রম ৫৩-৩০০ (বাণিজ্য বিভাগ) ও ১৯ জানুয়ারি মেধাক্রম ১৪২-৩৫০ (বিজ্ঞান বিভাগ) ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার নেওয়া হবে।

‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধা তালিকা থেকে ১৭ জানুয়ারি সকাল ১০টা থেকে মেধাক্রম ২০১-৩০০ (বাণিজ্য বিভাগ), বিকেল সাড়ে ৩টায় মেধাক্রম ১৭-৩০ (মানবিক বিভাগ) এবং মেধাক্রম ২৫-৪০ (বিজ্ঞান বিভাগ) ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে সংশ্লিষ্ট অনুষদের ডিন কার্যালয়ে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার নেওয়া হবে।

এছাড়া ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি ২০ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি এবং ‘সি’ ইউনিটের ভর্তি ১৮ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে।

ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.cou.ac.bd) থেকে জানা যাবে।

বাংলাদেশ সময় : ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।