ঢাকা: পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন-মর্যাদা নিয়ে বিদ্যমান সমস্যার সুষ্ঠু সমাধানে আলোচনা এগোচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষকদের লাগাতার কর্মবিরতির দ্বিতীয় দিন মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠকের শেষে তিনি এ কথা বলেন।
প্রায় ঘণ্টাব্যাপী আলোচনার করার পর শিক্ষামন্ত্রী বলেন, সুষ্ঠু সমাধানে যাওয়ার জন্য যে কার্যক্রম, আজকের আলোচনায় আরও বেশ এগোলো।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এমআইএইচ/এমএ
** শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকে শিক্ষক নেতারা।