ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

শিক্ষা

ইবির ফোকলোর বিভাগের সভাপতির পদত্যাগ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
ইবির ফোকলোর বিভাগের সভাপতির পদত্যাগ

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন প্রফেসর ড. শাহিনুর রহমান।  

রোববার (১৭ জানুয়ারি) তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে রেজিস্ট্রার অফিস সূত্র জানিয়েছে।


 
এ ব্যাপারে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
 
প্রফেসর ড. শাহিনুর রহমান বলেন, গবেষণা কাজে মনোনিবেশ করতে বিভাগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি।
 
এর আগে, ১০ জানুয়ারি একই কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির পদ থেকে পদত্যাগ করেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।