সম্মেলনে বিভাগের অধ্যাপক ড. এম ছায়েদুর রহমান লিখিত বক্তব্যে জানান, সম্মেলনে মূল বক্তা থাকবেন জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক কেইথ এ ক্যানড্রিল ও জাপানের ইনস্টিটিউট অব স্ট্যাটিসটিক্যাল ম্যাথমেটিক্সের অধ্যাপক সান্ত শিয়াগো।
এছাড়া বাংলাদেশ, জাপান, চীন ও ভারতের নয়জন গবেষক বক্তব্য রাখবেন।
তিনি আরও জানান, সম্মেলনের উদ্বোধনী দিনে প্রধান অতিথি থাকবেন-স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বিশেষ অতিথি থাকবেন-ইউজিসির সদস্য অধ্যাপক মো. ইউসুফ আলী মোল্লা, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের নির্বাহী সদস্য ড. মখলেসুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।
সভাপতিত্ব করবেন-বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন-বিভাগের সভাপতি ড. আইয়ুব আলী, বিভাগের অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্য, অধ্যাপক ড. নুরুল হক মোল্লা, অধ্যাপক ড. পাপিয়া সুলতানা ও সহযোগী অধ্যাপক মনিমুল হক।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
আরবি/আরএ