ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

সব পরীক্ষায় প্রথম হতে চাই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
সব পরীক্ষায় প্রথম হতে চাই সানিভা রাকিব সোহা। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মনিপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় অংশ নিয়েছিলো সানিভা রাকিব সোহা। এবার পিইসিতে সে জিপিএ-৫ পেয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করতে পেরে সোহা খুব উচ্ছ্বসিত।

শনিবার (৩০ ডিসেম্বর) ফল প্রকাশের পর সানিভা রাকিব সোহা বাংলানিউজকে বলে, খুব ভালো লাগছে, সব পরীক্ষায় প্রথম হতে চাই।

‘আমি জানতাম এ প্লাস পাবো।

আব্বু আম্মুর কষ্ট সার্থক হয়েছে। আমাদের স্কুল অনেক ভালো। পড়াশোনার কোনো সমস্যা থাকলে সঙ্গে সঙ্গে শিক্ষকরা সমাধান দিতেন। আমি মনিপুর স্কুলে প্লে-গ্রুপ থেকে পড়ছি। সব সময় প্রথম হয়েছি। সব শাখা মিলে আমি প্রথম হই। এবার জিপিএ-৫ পেয়ে খুশি হয়েছি।

আমার জিপিএ-৫ পাওয়ার জন্য আব্বু আম্মুসহ যারা কষ্ট করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমি সব পরীক্ষাতে প্রথম হতে চাই। ভবিষ্যতে ডাক্তার হয়ে আমি গরীব মানুষের সেবা করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।
 
বাংলাদেশ সময়: ০৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
এমসি/জেআইএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।