বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সংগঠনটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রানা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও জাহাঙ্গীরনগর থিয়েটার ‘নাট্য পার্বণে’র আয়োজন করতে যাচ্ছে।
আগামী ৬ জানুয়ারি পদাতিক নাট্য সংসদের প্রযোজনায় থাকছে নাটক ‘জনমাংক’। ৭ জানুয়ারি জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় থাকছে নাটক ‘টিনের তলোয়ার’। ৮ জানুয়ারি দেশ নাটক প্রযোজনায় থাকছে নাটক ‘নিত্যপুরাণ’। ৯ জানুয়ারি জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় থাকছে নাটক ‘ম্যাসাকার’, ১০ জানুয়ারি অ্যাপিফ্যানিয়া ভিজ্যুয়াল প্রোডাকশনের প্রযোজনায় নাটক ‘ইরাবানাট্যম: প্রান্ত্যজনের আখ্যান’।
প্রতিদিন সন্ধ্যায় ৬টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল-দ্বীন মুক্তমঞ্চে নাটকগুলো মঞ্চস্থ হবে।
এছাড়া, সমাপনী অনুষ্ঠানে কাজী রফিককে ‘নাট্যজন’ এবং লুবনা মারিয়ামকে ‘গুণিজন’ সম্মাননা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
জিপি