শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে রসায়ন অলিম্পিয়াডের উদ্বোধন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস।
বাংলাদেশ রসায়ন সমিতির আয়োজনে এই অলিম্পিয়াডে সার্বিক সহযোগিতা করছে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ।
অলিম্পিয়াডের আহ্বায়ক ও শাবিপ্রবির রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. আব্দুস সোবহান জানান, সিলেট বিভাগের ৪টি জেলার ৫০টি কলেজের প্রায় দেড় হাজারের অধিক শিক্ষার্থী এ অলিম্পিয়াডে অংশ নিয়েছে।
সদস্য সচিব মো. মাসুম তালুকদার জানান, সিলেট বিভাগের সেরা ২০ শিক্ষার্থী আগামী ১৬ ফেব্রুয়ারি বুয়েটে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত অষ্টম রসায়ন অলিম্পিয়াড পরীক্ষায় অংশ নেবে।
এছাড়া দুপুর ২টায় শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা এবং বিকেল ৩টায় পুরস্কার বিতরণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
জিপি/