ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ‘অধ্যাপক সিরাজুল ইসলাম কম্পিউটার ল্যাব’ উদ্বোধন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
ঢাবিতে ‘অধ্যাপক সিরাজুল ইসলাম কম্পিউটার ল্যাব’ উদ্বোধন ‘অধ্যাপক ড. মুহম্মদ সিরাজুল ইসলাম কম্পিউটার ল্যাব’ উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়:  ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ‘অধ্যাপক ড. মুহম্মদ সিরাজুল ইসলাম কম্পিউটার ল্যাব’ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৪ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিক এ ল্যাব উদ্বোধন করেন। কলা অনুষদের সপ্তম তলায় স্থাপিত ল্যাবটি বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মুহম্মদ সিরাজুল ইসলামের পরিবারের অর্থায়নে নির্মিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতাউর রহমান মিয়াজী।

এ উপলক্ষে কলা অনুষদের সভাকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তার জেষ্ঠ্য কন্যা সাবিহা, কনিষ্ঠ কন্যা শবনম শেহনাজ চৌধুরী দীপা, কনিষ্ঠ জামাতা আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, মুন্সিগঞ্জের পৌর মেয়র সহিদুল ইসলাম শাহীন প্রমুখ। এছাড়া স্মৃতিচারন করেন তার স্নেহধন্য যাদুশিল্পী জুয়েল আইচ। অধ্যাপক ড. মুহম্মদ সিরাজুল ইসলামের জীবনালেখ্য পাঠ করেন বিভাগীয় অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। স্বাগত বক্তব্য দেন একই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম। এছাড়া অারও উপস্থিত ছিলেন ঢাবির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান। অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা ছাড়াও তার অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এ ল্যাবটি স্থাপনের ফলে বিভাগীয় শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে এবং যুগ যুগ ধরে অধ্যাপক ড. মুহম্মদ সিরাজুল ইসলামকে স্মরণ করবে। উপাচার্য তার শিক্ষকের স্মৃতিচারণ করে আরও বলেন, তিনি যেকোন বিষয়ের গভীরে প্রবেশ করতেন এবং তার বক্তব্য উদ্বৃতি দেওয়ার মতো। অধ্যাপক ড. মুহম্মদ সিরাজুল ইসলামের মৌলিক ও সৃজনশীল দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ তার পরিবার ধরে রেখেছে বলে উপাচার্য উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
এসকেবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।