ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

শিক্ষা

বরিশালে সমাপনী পরীক্ষায় বসেছে দেড় লাখ শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৬, নভেম্বর ১৮, ২০১৮
বরিশালে সমাপনী পরীক্ষায় বসেছে দেড় লাখ শিক্ষার্থী পরীক্ষার হলে শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: সারাদেশের ন্যায় বরিশালেও চলছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবেতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। এবার বরিশাল বিভাগে অংশ নিচ্ছে ১ লাখ ৬২ হাজার ৯৭২ জন শিক্ষার্থী।

রোববার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা শুরু হয়। চলবে দুপুর দেড়টা পর্যন্ত।

প্রথম দিনের পরীক্ষায় প্রায় ১ ঘণ্টা আগে থেকেই পরীক্ষার্থীদের নিয়ে কেন্দ্রে আসতে দেখা গেছে অভিভাবকদের। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বরিশাল বিভাগে মোট ১ লাখ ৬২ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে জেলায় ১৬২টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৫৩ হাজার ৫৫ জন পরীক্ষার্থী।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী পরিচালক মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, রোববার থেকে শুরু হওয়া ৬টি বিষয়ের এ পরীক্ষা শেষ হবে আগামী ২৬ নভেম্বর।

বাংলা‌দেশ সময়: ১১২৪ ঘণ্টা, ন‌ভেম্বর ১৮, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।