স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৮ সালে স্কুলটিতে পিইসিতে মোট ৩৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩২ জন শিক্ষার্থী।
এর আগের বছর অর্থাৎ ২০১৭ সালে ৪০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছিলো ১৯৪ জন। ওই বছরও প্রতিষ্ঠানটির শতভাগ শিক্ষার্থী পাস করেছিলো।
ফলাফলের সার্বিক চিত্র তুলে ধরে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মাকসুদা বেগম বলেন, এবারও শতভাগ পাস করেছে। তবে নতুন প্রশ্নপত্রের কারণে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে। আশা করি আগামীতে ভালো করবে।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এমএফআই/জেডএস