ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

জেএসসি: রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার, জিপিএ-৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
জেএসসি: রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার, জিপিএ-৫ সংবাদ সম্মেলনে বোর্ডের কর্মকর্তারা। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এবার পাসের হার ও জিপিএ-৫ কমেছে। এবছর পাসের হার ৯৪ দশমিক ৫৭ শতাংশ, যা গতবার ছিলো ৯৫ দশমিক ৫৪ শতাংশ।

এ হিসেবে গতবারের তুলনায় এবছর এ পরীক্ষায় পাসের হার কমেছে শূন্য দশমিক ৯৭ শতাংশ। গতবার রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৩৭ হাজার ৬৩৩ জন শিক্ষার্থী, এবার এ সংখ্যা ১৪ হাজার ৬৩৮ জন।

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর তরুণ কুমার সরকার।

তিনি জানান, রাজশাহী শিক্ষা বোর্ডে এবার ২ লাখ ৪৬ হাজার ৯৯৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে মেয়ে পরীক্ষার্থী সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৮২১ এবং ছেলে ১ লাখ ২১ হাজার ১৭২ জন। এ বোর্ডে ৪৩ জন প্রতিবন্ধী পরীক্ষার্থী অংশ নেয়। যার ৪২ জন পাস করেছে। আর অকৃতকার্য  হয়েছে মাত্র একজন শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।