ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুবিতে প্রথমবর্ষে আসন সংখ্যা ১০৪০, ভর্তি আবেদন শুরু

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৯
কুবিতে প্রথমবর্ষে আসন সংখ্যা ১০৪০, ভর্তি আবেদন শুরু

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়।  চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।



এবছর বিশ্ববিদ্যালয়টিতে ছয়টি অনুষদের অধীনে তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষার মাধ্যমে ১৯টি বিভাগে মোট এক হাজার ৪০ জন শিক্ষার্থীকে ভর্তি করা হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি ২০১৯-২০ এর সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।  
০১-৩০ সেপ্টেম্বরের মধ্যে যেকোনো সময়ে এমনকি বন্ধের দিনেও আবেদন করা যাবে। ইউনিট ভেদে আবেদন ‘ফি’ নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা। আবেদন ‘ফি’ দেওয়া যাবে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে।
ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cou.ac.bd) জানা যাবে।  
এছাড়াও হেল্পলাইন নম্বরের (০১৫৫৭ ৩৩০৩৮১-৮২) মাধ্যমেও শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সব ধরনের তথ্য জানতে পারবেন।  

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ০৮ ও ০৯ নভেম্বর।  

** কুবিতে ভর্তি আবেদন শুরু রোববার

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।