বুধবার (৪ ডিসেম্বর) বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনকারীদের মুখপাত্র মাহমুদুর রহমান সায়েম।
তিনি বলেন, বুয়েটের কোনো শিক্ষার্থী র্যাগিং ও সাংগঠনিক রাজনীতির সঙ্গে জড়িত থাকলে সেটার শাস্তির নীতিমালার বিষয়ে বুয়েট প্রশাসন গত ২ ডিসেম্বর একটি নোটিশ প্রকাশ করে এবং পরবর্তীকালে এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দেয়।
তিনি আরও বলেন, আমরা চাই আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে এবং দ্রুততার সঙ্গে সম্পন্ন হোক। আমাদের মতো সারা দেশবাসী এই বিচারের দিকে তাকিয়ে আছে। আমরা আশা করি আদালত বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দেশবাসীর আশা পূরণ করবেন।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
এসকেবি/এসএ