ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিশ্ববিদ্যালয়ের হল খুলে পরীক্ষা নেওয়ার দাবি ছাত্র মৈত্রীর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
বিশ্ববিদ্যালয়ের হল খুলে পরীক্ষা নেওয়ার দাবি ছাত্র মৈত্রীর মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাস্থ্যবিধি মেনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দিয়ে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে ছাত্র মৈত্রী।  

রোববার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অতুলন দাস আলোর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার প্রাক্তন সভাপতি সাদাকাত হোসেন খান বাবুল।

তিনি বলেন, সম্প্রতিককালে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাবিপ্রবিসহ কয়েকটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এটি ভালো উদ্যোগ। কিন্তু সেই ভালো উদ্যোগের গুড়ে বালি হয়, যখন শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা ও স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারটি বিবেচনায় না নিয়ে উদ্যোগটি গৃহীত হয়। বর্তমান মহামারি পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলোর এমন বিমাতাসুলভ সিদ্ধান্ত চরম হঠকারী, অবিবেচনাপ্রসূত ও একপাক্ষিক।

আব্দুল মোতালেব জুয়েল বলেন, করোনাকালে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের দেশের প্রত্যন্ত অঞ্চলে নিজ বাড়িতে অবস্থান করতে হয়েছে। অধিকাংশ শিক্ষার্থীর কাছে প্রযুক্তি ও উচ্চগতির ইন্টারসেবা না থাকায় তারা অনলাইন শিক্ষার সুযোগ অনেকাংশেই নিতে ব্যর্থ হয়েছে। ফলে তাদের জন্য পরীক্ষা গ্রহণের আগে সব কোর্সের রিভিউ ক্লাস নিতে হবে।

মানববন্ধনে সংগঠনটির নেতারা স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সীমিত আকারে বিশ্ববিদ্যালয়গুলোর হল খুলে দিয়ে পরীক্ষা গ্রহণের জন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
এসকেবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।