ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আন্তর্জাতিক মানে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ: ইউজিসির বার্ষিক প্রতিবেদন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
আন্তর্জাতিক মানে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ: ইউজিসির বার্ষিক প্রতিবেদন স্টামফোর্ড ইউনিভার্সিটি

ঢাকা: স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ একটি আন্তর্জাতিক মান সম্পন্ন বিশ্ববিদ্যালয়।  

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশসহ ৪৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতের আন্তর্জাতিক মান বজায় রাখতে সক্ষম হয়েছে।



২০০২ সাল থেকে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ বর্তমানে এডুকেশন ফর টুমরোস ওয়ার্ল্ড এই স্লোগান নিয়ে এগিয়ে চলছে আগামীর পথে।

স্টামফোর্ড যুগোপযোগী আধুনিক শিক্ষার লক্ষ্যে নিত্য-নতুন বিষয় চালু করছে। বর্তমানে মোট ১৪টি বিভাগের অধীনে ২৮টি প্রোগ্রামে শিক্ষা কার্যক্রম চলছে।

প্রোগ্রামগুলো: ব্যাচেলর অব আর্কিটেকচার, বি.এসসি. ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, বি.এসসি. ইন ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বি.এসসি. ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এসসি. ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মাস্টার ইন কম্পিউটার এপ্লিকেশন, ব্যাচেলর অব আর্টস ইন ইংলিশ (অনার্স), মাস্টার্স অব আর্টস ইন ইংলিশ (ফাইনাল), ব্যাচেলর অব এনভায়রনমেন্টাল সায়েন্স, এম.এসসি. ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, বি.এসসি. ইন মাইক্রোবায়োলোজি, এম.এস ইন মাইক্রোবায়োলোজি, ব্যাচেলর অব ফার্মেসি, মাস্টার অব ফার্মেসি, ব্যাচেলর অব ল’জ’, মাস্টার অব ল’জ, বি.এস.এস. ইন ইকনোমিক্স, এম.এস.এস. ইন ইকনোমিক্স, বি.এস.এস.ইন জার্নালিজম ফর ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া, এম.এস.এস ইন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিস, এম.এস.এস ইন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিস, ব্যাচেলর অব আর্টস ইন ফিল্ম অ্যান্ড মিডিয়া, মাস্টার অব আর্টস ইন ফিল্ম অ্যান্ড মিডিয়া, মাস্টার অব আর্টস ইন ফিল্ম অ্যান্ড মিডিয়া,  ব্যাচেলর অব সায়েন্স ইন বিজনেস এডমিনিস্ট্রেশন, মাস্টার অব সায়েন্স ইন বিজনেস এডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অব পাবলিক এডমিন্সিট্রেশন, মাস্টার্স অব পাবলিক এডমিন্সিট্রেশন এবং জাপানিজ ল্যাগুয়েজ কোর্স।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) স্টামফোর্ড ইউনিভার্সিটি থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।