ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিক্ষা

ইবি: 'ডি' ইউনিটে ভর্তি শেষে ২১ আসন শূন্য 

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২১
ইবি: 'ডি' ইউনিটে ভর্তি শেষে ২১ আসন শূন্য 

ইবি: গুচ্ছ পদ্ধতি ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে মেধা তালিকায় শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম শেষ হয়েছে।

ওই অনুষদে ২৪০টি আসনের মধ্যে একটি বিভাগে ২১টি আসন শূন্য রয়েছে।

 

বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

আসন খালি সাপেক্ষে প্রথম অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের মেধাক্রম অনুসারে আগামী ৫ ও ৬ ডিসেম্বর সাক্ষাৎকার নেওয়া হবে।  

ইউনিট সমন্বয়ক সূত্রে জানা গেছে, বুধবার (১ ডিসেম্বর) ‘ডি’ ইউনিটের মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি শেষ হয়েছে। তিনটি বিভাগের ভর্তি শেষে ২৪০টি আসনের মধ্যে দাওয়াহ অ্যান্ড ইসালামিক স্টাডিজ বিভাগে ২১টি আসন শূন্য রয়েছে।

আসন খালি সাপেক্ষে প্রথম অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের মেধাক্রম অনুসারে আগামী ৫ ও ৬ ডিসেম্বর ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। তাদের ৭ ডিসেম্বর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।  

ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ৮ থেকে ২২ ডিসেম্বর বিভাগ পরিবর্তনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। ভর্তি সংক্রান্ত বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) তে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।