ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

শিক্ষা

শুক্রবার থেকে এসএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
শুক্রবার থেকে এসএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন 

রাজশাহী: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর)।  

তবে এই ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ পাবেন।

 

শুক্রবার (৩১ ডিসেম্বর) থেকে এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হবে। ৬ জানুয়ারি পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে বলে শিক্ষাবোর্ড সূত্রে নিশ্চিত করা হয়েছে।

রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ২০২১ সালের এসএসসির ফল পুনঃনিরীক্ষণের জন্য ‘টেলিটক বাংলাদেশ লিমিটেড’র মাধ্যমে এসএমএস করতে হবে।

যেভাবে এসএমএস পাঠাতে হবে: ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। মোবাইল Message অপশনে গিয়ে RSC লিখে <Space> দিয়ে RAJ লিখে <Space> দিয়ে Roll No লিখে আবার <Space> দিয়ে Subject Code লিখে Send করুন 16222 নম্বরে। প্রতিটি বিষয়ের জন্য ১২৫ টাকা হারে ফি প্রযোজ্য হবে। ফিরতি SMS-এ একটি PIN Number প্রদান করা হবে। তারপর Message অপশনে গিয়ে RSC লিখে <Space> দিয়ে YES লিখে <Space> দিয়ে PIN Number <Space> যোগাযোগ মোবাইল নম্বর লিখে Send করুন 16222 নম্বরে।

যেমন ভূগোল ১১০, উচ্চতর গণিত ১২৬ (যেসব বিষয়ে আবেদন করা যাবে- ১১০, ১২৬, ১৩৬, ১৩৭, ১৩৮, ১৪০ ১৪১ ১৪৩ ১৪৬, ১৫২, (১৫৩)। একই SMS এর মাধ্যমে একাধিক বিষয়ে আবেদন করা যাবে। এ ক্ষেত্রে Subject Code পর্যায়ক্রমে কমা (,) দিয়ে লিখতে হবে।

এছাড়া রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে (www.rajshahieducationboard.gov.bd) ভিজিট করে ফল জানা যাবে। এ ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, পরীক্ষার (Examination) নাম এবং বোর্ড সিলেক্ট (Select) করে সাবমিটি বাটনে (Submit Button) ক্লিক করে ফল জানা যাবে। আর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের (www.rajshahieducationboard.gov.bd) ‘রেজাল্ট কর্নারে’ ক্লিক করে প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

এছাড়া ১৬২২২ নম্বরে এসএমএস করে ফল জানা যাবে। এসএমএসের মাধ্যমে ফল পাওয়ার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
এসএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।