ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খাবারের মান যাচাই করতে ববি উপাচার্যের হল পরিদর্শন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, মে ১৮, ২০২২
খাবারের মান যাচাই করতে ববি উপাচার্যের হল পরিদর্শন হলের ডাইনিংয়ে ছাত্রদের সঙ্গে কথা বলছেন ববি উপাচার্যসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) হলগুলো পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

বুধবার (১৮ মে) দুপুরে উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল,শেরে বাংলা হল, শেখ হাসিনা হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শন করেন।



পরিদর্শনকালে উপাচার্য হলের ডাইনিংয়ের খাবারের মান যাচাই করেন এবং হলের শিক্ষার্থীদের সার্বিক খোঁজ-খবর নেন।

তিনি খাবারের মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হল সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এ সময় উপাচার্যর সঙ্গে উপস্থিত ছিলেন ববির ট্রেজারার অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া, প্রক্টর ড. মো. খোরশেদ আলম, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন, শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া, শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. রেহানা পারভীন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট তাসনুভা হাবিব জিসানসহ শিক্ষক ও কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ১৮, ২০২২
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।