ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৩২তম বিসিএস’র ১হাজার ৪৭৩ আবেদন বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, মার্চ ৬, ২০১২
৩২তম বিসিএস’র ১হাজার ৪৭৩ আবেদন বাতিল

ঢাকা: ৩২তম (বিশেষ) বিসিএস’র ১ হাজার ৪৭৩টি আবেদনপত্র বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার পিএসসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



আবেদনপত্র/কাজগপত্র/ডকুমেন্টে গুরুতর অসংলগ্নতার কারণে আবেদনপত্রগুলো বাতিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাতিল তালিকা পিএসসি’র ওয়েব সাইটে (www.bpsc.gov.bd) দেওয়া হয়েছে।  

তালিকামতে, পদ না থাকা সত্বেও আবেদন, শিক্ষাগত যোগ্যতা ও মুক্তিযোদ্ধা সনদ সংযুক্ত না করা, বয়সজনিত কারণ, চালান ও আবেদনপত্র ক্রয়ের রশিদ সংক্রান্ত কারণ, ক্যাডার অপশন, বিষয় কোড পূরণ না করা, বিজ্ঞাপন বহির্ভূত বিষয়ে আবেদনসহ বিভিন্ন কারণে এসব আবেদনপত্র বাতিল করা হয়।

১ হাজার ৪৮৯টি শূন্য পদের জন্য গত বছরের শেষের দিকে ৩২তম বিসিএস’র বিজ্ঞাপন প্রকাশ করে পিএসসি। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ১ হাজার ১৫৮ জন, মহিলা কোটায় ১৩০ জন এবং উপজাতীয় কোটায় ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে।

আগামী ৯ মার্চ ৩২তম বিসিএস’র প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।