ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

শিক্ষা

ইবি: ঈদের ছুটিতে বন্ধ দোকানপাট, নিষেধাজ্ঞা বহিরাগত প্রবেশে

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪২, জুলাই ২, ২০২২
ইবি: ঈদের ছুটিতে বন্ধ দোকানপাট, নিষেধাজ্ঞা বহিরাগত প্রবেশে

ইবি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনিবার (২ জুলাই) থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছুটি শুরু হয়েছে। আগামী ১৬ জুলাই পর্যন্ত চলবে ছুটি।

ছুটি উপলক্ষে শনিবার (২ জুলাই) সকাল ১০টার আগেই হল ত্যাগ করেছে শিক্ষার্থীরা।  

এদিকে ঈদের ছুটিতে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ক্যাম্পাসের অভ্যন্তরে সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম সেলিম এ তথ্য নিশ্চিত করছেন।

তিনি বলেন, ২ থেকে ১৫ জুলাই বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। তাই এসময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কায় বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ও ক্যাম্পাসের অভ্যন্তরে রেঁস্তোরা, হোটেল, ফটোকপি, চায়ের দোকানসহ সব দোকান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।  

তবে কোরবানির জন্য আবাসিক এলাকা ও বিশ্ববিদ্যালয়ের লেক এলাকায় দুইটি দোকান খোলা রাখার অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জুলাই ০২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।