ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সাউথ এশিয়ান ইউনিভার্সিটির চেয়ারম্যান হলেন একে আজাদ চৌধুরী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, মার্চ ৯, ২০১২
সাউথ এশিয়ান ইউনিভার্সিটির চেয়ারম্যান হলেন একে আজাদ চৌধুরী

ঢাকা : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)’র চেয়ারম্যান প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী নয়াদিল্লিভিত্তিক সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নিং বডির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার এনামুল হক চৌধুরী শনিবার সন্ধ্যার পর বাংলানিউজকে এ তথ্য জানান।



এক বছরের জন্য এ চেয়ারম্যানের দায়িত্বকাল ৯ মার্চ থেকেই শুরু হয়েছে।

শনিবার নয়াদিল্লিতে সাউথ-এশিয়ান ইউনিভার্সিটির ২য় সভায় এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জি কে চাঁদা গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে আজাদ চৌধুরীর নাম প্রস্তাব করেন। পরে সদস্যদের ভোটে তা পাস হয়।

সভায় জানানো হয়, ২০০৫ সালে ঢাকায় অনুষ্ঠিত সার্ক সম্মেলনে সাউথ এশিয়ায় একটি সমন্বিত বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব দেয় বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় ২০১০ সালের দিল্লিতে এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।

সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে সার্কের ৮ সদস্য দেশের শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পান। বর্তমানে ৫টি একাডেমিক বিভাগে ¯স্নাতকোত্তর পর্যায়ে লেখাপড়া করা যাচ্ছে। বাংলাদেশ থেকে ২৭ জন শিক্ষার্থী এখানে পড়ছেন।

বাংলাদেশ সময় : ২১২৫ ঘণ্টা, মার্চ ৯, ২০১২ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।