ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

প্রকাশ পেল অনিমেষের গান ‘ক্ষমা চাই’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
প্রকাশ পেল অনিমেষের গান ‘ক্ষমা চাই’ অনিমেষ রায়

দেশের সংগীতাঙ্গনে যাদের দাপুটে বিচরণ তাদের মধ্যে অন্যতম অনিমেষ রায়। নিয়মিত দাঁড়াচ্ছেন মাইক্রোফোনের সামনে।

কণ্ঠে তুলছেন নতুন নতুন গান। সেসব পাচ্ছে শ্রোতাদের সমাদর। তারই ধারাবাহিকতায় প্রকাশ পেল ‘ক্ষমা চাই’ শিরোনামে নতুন একটি মিউজিক ভিডিও।

রাফিউজ্জামান রাফির কথায় গানটির সুর করেছেন আলাউদ্দিন মাহমুদ সমীর। ‘ক্ষমা চাই’ শিরোনামের এ গানের সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

গানটি নিয়ে অনিমেষ বলেন, ‘গানটি আশা করি সবার ভালো লাগবে। মাটির সুর, কথায় আধ্যাত্মবাদের যোগ আছে। সঙ্গে সংগীতায়োজনের দারুণ সমন্বয় হয়েছে। আমিও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। বাকিটা শ্রোতাদের ওপর নির্ভর করছে। ’

আলাউদ্দিন মাহমুদ সমীর বলেন, ‘গানটি আমাদের অনেক দিনের প্রকল্প। সবার শ্রম ও ভালোবাসায় সম্পূর্ণ হয়েছে। কথা সুর সংগীত ও কণ্ঠের দারুণ সমন্বয় ঘটেছে। আশা করি, সবার ভালো লাগবে। ’

সংগীত পরিচালক সুমন কল্যাণ বুলেন, ‘আমার সংগীতায়োজনে বছরের প্রথম গান। ক্ষমা চাই, আমি ক্ষমা চাই। গানটিতে আকুতি আছে, প্রার্থনা আছে। আশা করি, শ্রোতাদের সমাদর পাবে। ’

গীতিকবি রাফি, ‘গানটিকে প্রার্থনা সংগীত বলতে পারেন। স্রষ্টার কাছে অনুতপ্ত বান্দার আকুতি তুলে ধরার চেষ্টা করেছি। বাকি যা করার সুরকার আলাউদ্দিন ভাই এবং সংগীত পরিচালক সুমন কল্যাণ দাদা করেছেন। অনিমেষ রায় দারুণ গেয়েছেন। সবার প্রতি আমি কৃতজ্ঞ। প্রোটিউনের কর্ণধার প্রসেনজিৎ ওঝা ভাইকে বিশেষ ধন্যবাদ। সব মিলিয়ে আশা করি, শ্রোতারা নিজেদের যুক্ত করতে পারবেন গানটির সঙ্গে। ’

প্রযোজনা সংস্থা প্রোটিউনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটির মিউজিক ভিডিও।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।