পিঁপড়া পরিশ্রমী প্রাণী, এ কথা আবহমানকালের সত্য। ছয় পায়ে পিলপিল চলে পিঁপড়া তার খাদ্য খুঁজে ফেরে।
ভারবহনে পিঁপড়ার তেমনই কেরামতি ক্যামেরাবন্দি করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার লেসি সেবাস্টিয়ান। ৪৮ বছর বয়সী এই আলোকচিত্রী ইন্দোনেশিয়ার জাকার্তায় তার মায়ের বাড়ির কাছে গাছের ডালে হঠাৎ দেখতে পেলেন পিঁপড়ারা পাতা ও ডিম বহন করে নিয়ে যাচ্ছে। ক্যামেরা হাতে দ্রুত লেগে গেলেন ছবি তুলতে। তখন দেখা পেলেন পিপিলিকা জগতের হারকিউলিসকে (!)। ছয় পায়ে নয়, চার পায়ে খাড়া দাঁড়িয়ে মুখ উঁচু করে তাতে তুলে নিয়েছে নিজের আকারের অনেক অনেক গুণ বড় একটি ফুলের বোঁটা। অসাধারণ ভারসাম্য রক্ষা করে গাছের ডাল বেয়ে ডেরায় ফিরছে।
খুদে প্রাণীর ছবি তুলে হাত পাকানো লেসি সেবাস্টিয়ানের সে দৃশ্য ধারণ করতে সময় লাগলো না।
তিনি বললেন, ``সার্কাসেই কেবল এমন ভারসাম্যের খেলা দেখা যায়। যেমন করে ঘূর্ণায়মান প্লেট হাতে সার্কাসের মেয়েরা দড়ির ওপর দিয়ে এগিয়ে চলে ঠিক তেমনই। ``
লেসি’র এই ছবিটি প্রকাশ করেছে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান। সেখানে ছবিটির বর্ণনায় বলা হয়েছে- এফ অ্যাণ্ট অ্যাস্টিক। সত্যিই ফ্যানটাসটিক!
বাংলাদেশ সময় ১৬১৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১২
এমএমকে- [email protected];
সম্পাদনা:জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর[email protected]