ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

চেলসিকে হারিয়ে শেষ চারে রিয়াল, ড্র করেও সঙ্গী মিলান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
চেলসিকে হারিয়ে শেষ চারে রিয়াল, ড্র করেও সঙ্গী মিলান

আগের লেগ জিতে সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছিল রিয়াল মাদ্রিদ। এবার ফিরতি লেগে চেলসিকে তাদের  ঘরের মাঠে একই ব্যবধানে হারালো কার্লো আনচেলত্তির দল।

দুই লেগেই দাপুটে জয় নিয়ে শেষ চারে উঠে গেল তারা।

আরেক কোয়ার্টারের ফিরতি লেগে নাপোলির সঙ্গে ড্র করেও সেমি নিশ্চিত করেছে এসি মিলান। দুই লেগ মিলিয়ে তাদের জয় ২-১ গোলের ব্যবধানে।   ২০০৬-০৭ মৌসুমে শিরোপা জেতার পর এই প্রথম (সবমিলিয়ে সপ্তমবার) সেমিফাইনালে উঠলো ইতালিয়ান জায়ান্টরা।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে রিয়াল। আগের লেগে রিয়ালের মাঠ থেকে একই ব্যবধানে হার নিয়ে ফিরেছিল চেলসি। ফলে দুই লেগ মিলিয়ে রিয়ালের বিপক্ষে চেলসি হারলো ৪-০ গোলের ব্যবধানে।  

আজ ম্যাচের শুরুতে চেলসি ঘরের মাঠের সুবিধা নিয়ে এগিয়ে যেতে চেয়েছিল। আক্রমণেও তারা অনেকটা এগিয়ে ছিল। দশম মিনিটে ১২ গজ বক্সে বল পেয়েও কাজে লাগাতে পারেননি চেলসির মিডফিল্ডার কন্তে। অল্পের  জন্য তার ভলি দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।  

এর ঠিক দশ মিনিট পর প্রথম সুযোগ পায় রিয়াল। দানি কারবাহালের কাছ থেকে বল পেয়ে ডান পায়ে দারুণ শট নিয়েছিলেন রদ্রিগো। কিন্তু ব্রাজিলিয়ান তরুণ তারকার শট কাছের পোস্টে লেগে বাইরে বেরিয়ে যায়।  

প্রথমার্ধের শেষ মিনিটে চেলসিকে গোলবঞ্চিত করেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। জেমসের নিচু ক্রসে ছয় গজ বক্সে বল পেয়েছিলেন মার্ক কুকুরেল্লা। কিন্তু তার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন রিয়ালের বেলজিয়ান গোলরক্ষক।  

দ্বিতীয়ার্ধে চেলসির কপাল পোড়ে রদ্রিগো গোলে। ৫৮তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের বাড়িয়ে দেওয়া বল ছয় বক্স থেকে জালে পাঠান রিয়ালের তরুণ স্ট্রাইকার। ম্যাচ থেকে তখনই একপ্রকার ছিটকে যায় চেলসি।  

এরপর ৮০তম মিনিট স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুকে রদ্রিগো। এবার ফেদেরিকো ভালভার্দে বক্সের ভেতরে বল পেয়েও নিজে শট না নিয়ে বাড়িয়ে দেন রদ্রিগোর দিকে; যা দারুণভাবে কাজে লাগান রদ্রিগো। চেলসি আর ঘুরে দাঁড়াতে পারেনি।

রাতের আরেক ম্যাচে নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে এসি মিলান। আগের লেগে ১-০ গোলে জয় পাওয়া মিলান দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করলো।

ইতালিয়ান প্রতিপক্ষের বিপক্ষে জয় পেতে মরিয়া চেষ্টা চালিয়েছে নাপোলি।  খেলার মোট ৩ ভাগের দুই ভাগ সময় বল দখলে রাখার পাশাপাশি ২৩টি শট নিয়েছে নাপোলি; যার মধ্যে ৪টি ছিল গোলমুখে। অন্যদিকে মিলানের ৬ শটের ৪টি ছিল গোলমুখে। কিন্তু দুই দল গোল পেয়েছে ১টি করে। যদিও দুই দলই একবার করে পেনাল্টি মিস করেছে।  

২১তম মিনিটে পেনাল্টি মিস করেন মিলানের ফরাসি স্ট্রাইকার অলিভিয়ের জিরু। তবে ৪৩তম মিনিটে সেই জিরুর গোলেই এগিয়ে যান মিলান। ৮২তম মিনিটে আবার পেনাল্টি মিস করেন নাপোলির জর্জিয়ান উইঙ্গার খভিচা কভারতসখেলিয়া। তবে যোগ করা সময়ে ভিক্টর ওসিমানের গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে নাপোলি। কিন্তু আগের লেগে হেরে যাওয়ায় শেষ আট থেকেই বিদায় নিতে হলো তাদের।

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।