ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

সাফে সাফল্য পাওয়ার আশা কাবরেরার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, মে ৭, ২০২৩
সাফে সাফল্য পাওয়ার আশা কাবরেরার

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পুরুষ ফুটবল দলের সাফল্য নেই বললেই চলে। গত বছর বাংলাদেশ পুরুষ ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব নেন হ্যাভিয়ের কাবরেরা।

২৩তম বিদেশি কোচ হিসেবে দায়িত্ব নেন তিনি। তবে তার কোচিংয়ে খুব একটা সাফল্যের দেখা মেলেনি। এবার তার সামনে সাফের চ্যালেঞ্জ। আগামী মাসে অনুষ্ঠিতব্য সাাফ চ্যাম্পিয়নশিপে ভালো করার বিষয়ে আশাবাদী তিনি।  

এবারের সাফ চ্যাম্পিয়নশিপ আগের চেয়ে কঠিন হতে যাচ্ছে। এবার সাফে থাকছে দক্ষিণ এশিয়ার বাইরের দল। ইতোমধ্যেই কুয়েত তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। আরও একটি দল অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এসব নিয়ে ভাবছেন না কোচ কাবরেরা। তিনি বলেন, ‘আমরা নিজেদের খেলার ওপর ফোকাস করতে চাই। ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে ভালো কিছু অর্জনের বিষয়ে আশাবাদী। আমরা কঠিন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। ’

এর আগে মার্চে সিশেলসের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবেই সৌদি আরবে ক্যাম্প করেছিল বাংলাদেশ। সেই প্রস্তুতি সাফে কাজে লাগবে বলে মনে করেন কাবরেরা। তিনি বলেন, ‘সাফের ম্যাচের আগে আমরা প্রায় তিন সপ্তাহ অনুশীলনের সুযোগ পাবো। আমি মনে করি মার্চে আমাদের যে প্রস্তুতি নেওয়া হয়েছে তা আগামীতেও কাজে লাগবে। ভারতে যাওয়ার আগে আমরা কম্বোডিয়ার বিপক্ষে খেলবো। ঐ ম্যাচটিও বেশ চ্যালেঞ্জিং হবে। ’

‘আমরা নিজেদের খেলাটা ভালোভাবে খেলতে পারলে সকলের জন্য আমরা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবো,’ যোগ করেন কাবরেরা।

এখনো সাফের গ্রুপ নির্ধারিত হয়নি। কঠিন গ্রুপ কিংবা সহজ গ্রুপ নিয়ে ভাবছেন না কাবরেরা। তিনি বলেন, ‘গ্রুপিং নিয়ে ভাবছি না। আমরা শক্তিশালী দল। আমরা নিজেদের ব্যাপারে আত্মবিশ্বাসী। গ্রুপের প্রতিপক্ষ কারা, তা আমাদের ভাবনায় নেই। ’

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মে ০৭, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।