ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

‘ঝড় আসবে না এমন ওয়াদা কেউ করতে পারে না’

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
‘ঝড় আসবে না এমন ওয়াদা কেউ করতে পারে না’

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার বিষয়টি উল্লেখ করে মোট ৫১ পাতার রিপোর্ট দিয়েছিল ফিফা।  

সেই রিপোর্টের ভিত্তিতে অধিকতর তদন্তের জন্য বাফুফের গঠিত কমিটি আজ (রোববার) বিকেলে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন গণমাধ্যমে কথা বলেছেন।  

আবু নাঈম সোহাগের দুই বছরের নিষেধাজ্ঞার ঘটনায় প্রবল সমালোচনার মুখে পড়েছে বাফুফে। সেই ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি ফেডারেশন। সোহাগ ‘কাণ্ডের’ মতো এমন অনিয়ম ভবিষ্যতে হবে কি না এবং সেই বিষয়ে কোনো পদক্ষেপ আছে কি না সেটি জানতে চাওয়া হয়েছিল বাফুফে সভাপতি সালাউদ্দিনের কাছে।  

জবাবে বাফুফে সভাপতির পাল্টা প্রশ্ন, ‘আপনি কি ওয়াদা করতে পারেন যে দেশে কোনো দিন ঝড় হবে না। কোনো মন্ত্রণালয়ে কিছু ঘটবে না, পরের প্রজন্ম কিছু করবে না। আমি এটা কীভাবে বলব? আমি যা বলতে পারি, আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে এমন ঘটনা ভবিষ্যতে না হয়। ঝড় আসবে না এমন ওয়াদা কেউ করতে পারে না। ’

প্রায় তিন মাসব্যাপী চলা তদন্ত কমিটির কার্যক্রমের প্রশংসা করে সালাউদ্দিন বলেন, ‘নাবিলসহ তার কমিটিকে ধন্যবাদ। তারা অনেক আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। ’

নির্বাহি কমিটি সেই তদন্ত প্রতিবেদন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি। তিনি বলেন, 'মিনিট পাঁচেক আগে আমি তদন্ত প্রতিবেদন পেয়েছি। শিগগিরই একটা কার্যনির্বাহী কমিটির সভা ডাকব। তাদের হাতে রিপোর্টটা তুলে দেব, তারা পড়ে সিদ্ধান্ত নেবে কী করতে হবে। ’ 

তদন্ত রিপোর্ট কি সকলের কাছে প্রকাশ করা হবে? যেমনটা ফিফা করেছিল- এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘তদন্ত রিপোর্ট প্রকাশ করতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু ফেডারেশনে তো আমি একা নই। তো আমি বোর্ড মিটিং ডেকে তাদের দিয়ে দেব, তারাই সিদ্ধান্ত নেবে। ’

তদন্ত রিপোর্ট এখনো পড়েননি সালাহউদ্দিন। নির্বাহী কমিটির কাছে রিপোর্ট হস্তান্তরের আগে সেটা পড়ে দেখবেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তো অবশ্যই পড়ব। এরপর এটা বোর্ডে দেব। এবং আমি পড়ব খালি, আমি হাতও দেব না কিচ্ছু করব না। ’

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।