লিওনেল মেসির টানা গোলের ধারা থেমে গেল টরন্টোতে। শনিবার মেজর লিগ সকারে টরন্টো এফসির মাঠে ইন্টার মায়ামি ১–১ গোলে ড্র করে ফিরেছে।
টানা তিন ম্যাচে পাঁচ গোল করেছিলেন ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকা। তবে এদিন একাধিক সুযোগ তৈরি করেও জাল খুঁজে পাননি তিনি। মূলত টরন্টোর গোলরক্ষক শন জনসনের দুর্দান্ত পারফরম্যান্সেই মেসির গোলযাত্রা থেমে যায়।
প্রথমার্ধের যোগ করা সময়ে জর্দি আলবার ক্রস থেকে হেডে গোল করেন তাদেও আলেন্দে, মায়ামিকে এগিয়ে দেন ১-০ তে। কিন্তু দ্বিতীয়ার্ধে রক্ষণের দুর্বলতা আবারও কাল হয় মায়ামির। একের পর এক ভুলের সুযোগ কাজে লাগিয়ে ৬০ মিনিটে কাছ থেকে গোল করেন জর্জে মিহাইলোভিচ, ম্যাচ ফিরিয়ে আনেন ১-১ এ।
শেষ দিকে একের পর এক আক্রমণ চালায় মায়ামি। তবে শন জনসনের দুই চমকপ্রদ সেভে বঞ্চিত হন মেসি। ২৩ ম্যাচে ২৪ গোল নিয়ে এখনো এমএলএসের সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টাইন মহাতারকা।
ম্যাচ শেষে মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো বলেন, ‘আমার মনে হয় আমরা জয়ের যোগ্য ছিলাম। বেশ কিছু বাস্তব সুযোগ আমরা তৈরি করেছি। হয়তো দ্বিতীয়ার্ধে ১০-১৫ মিনিট আমরা বিভ্রান্তিতে ছিলাম, তবে ম্যাচের নিয়ন্ত্রণ আমাদেরই ছিল। তাদের গোলরক্ষকই ছিল ম্যাচের সেরা খেলোয়াড়। ’
তিনি আরও যোগ করেন, ‘আমরা জিততে এসেছিলাম। পয়েন্ট তালিকায় ওপরে উঠতে চাইতাম। এখন সামনে আরও চারটি ম্যাচ আছে, আমরা প্রতিটি জয়ের লক্ষ্য নিয়েই নামব। ’
এই ড্রয়ের ফলে পূর্বাঞ্চল কনফারেন্সে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে তারা চার পয়েন্টে পিছিয়ে আছে, তবে একটি ম্যাচ হাতে আছে মেসিদের।
এমএইচএম