ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

জয়ের লক্ষ্য নিয়েই খেলতে যাচ্ছি : ইমরুল হাসান

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
জয়ের লক্ষ্য নিয়েই খেলতে যাচ্ছি : ইমরুল হাসান

দেশের প্রথম ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়নস লিগ খেলবে বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা চারবারের চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের শারজা এফসির বিপক্ষে।

ম্যাচটি হবে ১৫ আগস্ট। এর আগে আগামী ১২ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে পা রাখবে কিংস।  ধারে-ভারে এগিয়ে থাকা শারজাহর বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামার কথা জানিয়েছেন কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান।  

বাংলাদেশের ফুটবলের চিত্র বদলে দিয়েছে বসুন্ধরা কিংস। মাঠের খেলার পাশাপশি অবকাঠামগত উন্নয়নেও এগিয়ে বসুন্ধরা। দেশের গণ্ডিতে অপ্রতিরোধ্য বসুন্ধরা কিংসের সামনে এখন আর্ন্তজাতিক সাফল্যের হাতছানি। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচের আগে আত্মবিশ্বাসী কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান। জয়ের জন্যই খেলতে নামবে দল। এমনটাই জানালেন তিনি।  

ইমরুল হাসান বলেন, ‘শারজাহ শক্তিশালী প্রতিপক্ষ। তবে তাদের বিপক্ষে আমরা জয়ের লক্ষ্য নিয়েই খেলতে যাচ্ছি। মাঠের লড়াইয়ের আগেই হার মানছি না আমরা। ’ 

চ্যাম্পিয়নস লিগের ম্যাচকে সামনে রেখে তিন নতুন বিদেশী ফুটবলার দলে নিয়েছে বসুন্ধরা কিংস। উজবেকিস্তানের দুই সেন্টার ব্যাক বাবুরবেক ইউলদাশভ ও শুকুরবেক খোলমাতোভের সঙ্গে আছেন আইভরি কোস্টের মিডফিল্ডার চার্লস দিদিয়ের। ৩০ বছর বয়সী ইউলদাশভ সবশেষ উজবেকিস্তানের শীর্ষ পর্যায়ের ক্লাব সোগদিয়ানা জিজ্জাখের হয়ে খেলেছেন। আর জাতীয় দলের জার্সিতে খেলেছেন ছয়টি ম্যাচ। আরেক উজবেক খোলমাতোভ খেলেছেন রহমতগঞ্জের হয়ে। চার্লস দিদিয়ের সদ্য শেষ হওয়া মৌসুমে শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে খেলেছেন। মধ্য মাঠ নিয়ন্ত্রণের পাশাপাশি আক্রমণেও ভূমিকা রাখতে পারেন তিনি। লিগে ১৯ ম্যাচে পাঁচ গোলের বিপরীতে তার অ্যাসিস্ট আছে পাঁচটি।

শারজাহ ক্লাবে নামীদামী ফুটবলার রয়েছে। বার্সেলোনায় খেলা ফুটবলারও রয়েছে ক্লাবটিতে। তাদের বিপরীতে খেলতে নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী ইমরুল হাসান। শারজাহর বিভিন্ন ম্যাচে ভিডিও দেখেছেন বলেও জানান তিনি। ইমরুল বলেন, ‘আমরা তাদের খেলার ভিডিও দেখেছি। তারা শক্তিশালী প্রতিপক্ষ। তবে আমরা আমাদের দল নিয়ে আত্মবিশ্বাসী। আমরা জয়ের জন্যই মাঠে নামবো। আমাদের দলেও ভালো মানের বিদেশী ফুটবলার রয়েছে। ’ 

বসুন্ধরা কিংসে নতুন তিন বিদেশীর পাশাপশি রয়েছে চার বিদেশি; রবসন রোবিনহো, দরিয়েলতন গোমেজ, মিগেল ফিগেইরা ও আসরোর গফুরভ। দলের অন্যতম সেরা তারকা ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রয়েছেন দারুণ ছন্দে। সব মিলিয়ে আত্মবিশ্বাসের দিক থেকে পিছিয়ে নেই কিংস। টানা চারবার লিগ শিরোপা জয় করে দেশের ফুটবলে গড়েছে নতুন এক ইতিহাস। এবার আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যাচাই করার সুযোগটা ভালোভাবেই কাজে লাগাতে চায় তারা।  

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৩
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।