ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

জয়ে মৌসুম শুরু রিয়ালের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
জয়ে মৌসুম শুরু রিয়ালের

করিম বেনজেমা চলে যাওয়ার পর একপ্রকার স্ট্রাইকার শূন্য হয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। চলতি দলবদলে তারকা কোনো স্ট্রাইকারের ওপর নজরই দেয়নি তারা।

এর ওপর ইনজুরিতে পড়ে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। তাকে ছাড়াই মৌসুম শুরু করতে হয় রিয়ালকে। কোর্তোয়ার বিকল্প হিসেবে একাদশে থাকা আন্দ্রে লুনিনকে অবশ্য খুব বেশি পরীক্ষায় পড়তে হয়নি এদিন। কেননা আতলেতিক বিলবাওয়ের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।

সান মামস বারিয়ে স্টেডিয়ামে ৪-৪-২ ফর্মেশনে পরিকল্পনা  সাজান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। মাঠের দখল নিতে অবশ্য খুব বেশি সময় নেয়নি তার দল। ২৮ মিনিটে দানি কার্ভাহালের পাস থেকে তাদের এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। যদিও প্রথম সুযোগ আসে ১৪ মিনিটে। ফেদে ভালভের্দের বুলেট গতির শট ক্রসবারের কিছুটা পাশ কাটিয়ে চলে যায়।  

প্রথম গোলের ৮ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ১০৩ মিলিয়ন ইউরোতে রিয়ালে আসা জুড বেলিংহ্যাম। ডেভিড আলাবার কর্নার থেকে আলতো ভলিতে রিয়ালের জার্সিতে প্রথম গোলের দেখা পান এই ইংলিশ মিডফিল্ডার। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও রিয়াল দাপট দেখালেও গোলের দেখা পায়নি। বিরতির পর খেলার পঞ্চম মিনিটে চোটে পড়ে মাঠ ছাড়তে হয় ডিফেন্ডার এদের মিলিতাও। তার কান্না দেখে বোঝা যাচ্ছিল চোটটা গুরুতরই হবে।  

এদিকে লা লিগায় আজ মাঠে নামছে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত দেড়টায় বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হেতাফে।


বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।