কার্লো আনচেলত্তি শেষ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের কোচ হচ্ছেন না। সবকিছু চূড়ান্ত থাকার পরও, তিনি ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) কে জানিয়ে দিয়েছেন যে তিনি প্রস্তাব গ্রহণ করছেন না।
স্প্যানিশ সংবাদমাধ্যম 'মার্কা' জানিয়েছে, আনচেলত্তি মঙ্গলবার লন্ডনে গিয়ে চুক্তিতে সই করার কথা থাকলেও তা না করেই ফিরে আসেন। বুধবার মাদ্রিদে এজেন্টরা তার স্বাক্ষরের অপেক্ষায় ছিলেন। কিন্তু আজ আনচেলত্তি নিজেই সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজকে ফোন করে ধন্যবাদ জানান এবং জানান যে, তিনি ব্রাজিলের কোচ হচ্ছেন না।
সব প্রস্তুতি শেষ, শুধু স্বাক্ষরটাই বাকি ছিল
আনচেলত্তির সঙ্গে সিবিএফ-এর সব কিছুই প্রায় গুছানো ছিল। এমনকি চুক্তির খসড়াও তৈরি হয়ে গিয়েছিল। ব্রাজিলের কর্মকর্তারা ধরেই নিয়েছিলেন যে আনচেলত্তি জুনেই দায়িত্ব নিতে রাজি হয়েছেন এবং রিয়াল মাদ্রিদেরও সম্মতি রয়েছে। কিন্তু হঠাৎ করেই আনচেলত্তি জানিয়ে দেন যে, তিনি জুনে দায়িত্ব নিতে পারবেন না, বরং আগস্টে সম্ভব হলে বিবেচনা করবেন। এতে চমকে ওঠে ব্রাজিল ফুটবল ফেডারেশন।
এখন ধারণা করা হচ্ছে, আনচেলত্তি সম্ভবত ডিসেম্বরের ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবেই থাকতে পারেন।
সৌদি প্রস্তাব: ৫০ মিলিয়ন ইউরো প্রতিবছর!
আনচেলত্তির ব্রাজিলের দায়িত্ব না নেওয়ার পেছনে আরেকটি বড় কারণ হিসেবে উঠে এসেছে সৌদি আরবের বিশাল আর্থিক প্রস্তাব। শোনা যাচ্ছে, তাকে প্রতি মৌসুমে প্রায় ৫০ মিলিয়ন ইউরো দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, যা প্রায় অপ্রতিরোধ্য।
রিয়াল মাদ্রিদের সঙ্গে জটিলতা
রিয়ালের সঙ্গে আনচেলত্তির আরও এক বছরের চুক্তি রয়েছে। জানা গেছে, আনচেলত্তি যদি জুনেই বিদায় নেন, তবে তিনি রিয়াল মাদ্রিদের কাছে ৪ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দাবি করেছিলেন, যা ক্লাব গ্রহণ করেনি। রিয়াল মাদ্রিদ বরং চায়, আনচেলত্তি নিজেই স্বেচ্ছায় চুক্তি শেষ করে বিদায় নিক।
এদিকে রিয়াল মাদ্রিদ তার বিকল্প হিসেবেও ভাবনাচিন্তা করছে। জোরালোভাবে আলোচনায় রয়েছেন জার্মান ক্লাব লেভারকুসেনের সফল কোচ জাবি আলোনসো।
এমএইচএম