ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসিবিহীন বার্সা, বায়ার্নের অ্যাতলেতিকো চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
মেসিবিহীন বার্সা, বায়ার্নের অ্যাতলেতিকো চ্যালেঞ্জ ছবি: সংগৃহীত

ঢাকা: সেল্টিকের বিপক্ষে ৭-০ গোলের উড়ন্ত জয়ের পর এবার জার্মান ক্লাব বুরুশিয়া মনশেনগ্লাডবাখের মাঠে নামছে বার্সেলোনা। কিন্তু ইনজুরির কারণে আগের ম্যাচের হ্যাটট্রিকম্যান লিওনেল মেসিকে পাচ্ছে না কাতালানরা।

চ্যাম্পিয়নস লিগের অপর হাইভোল্টেজ ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের চ্যালেঞ্জের মুখে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

গত আসরে বায়ার্নকে সেমিফাইনালে বিদায় করেছিল দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো। তাই ভিসেন্তে কালদেরনে গ্রুপ ‘ডি’র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচই উপভোগ করতে যাচ্ছেন দর্শকরা। বুধবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় খেলা শুরু হবে। একই সময়ে ‘সি’ গ্রুপের ম্যাচে মনশেনগ্লাডবাখের মুখোমুখি হবে বার্সা।

আজ রাত পৌনে ১টায় মোট আটটি ম্যাচে ১৬টি দল মাঠে নামবে। সুইস ক্লাব এফসি বাসেলকে আতিথ্য দেবে ‍ইংলিশ জায়ান্ট আর্সেনাল। স্বাগতিক হিসেবে সেল্কিকের সামনে ম্যানসিটির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। বুলগেরিয়ার লুডোগোরেতসকে পাচ্ছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজি। নাপোলির প্রতিপক্ষ পর্তুগিজ বেনফিকা। অন্যান্য ম্যাচে নামবে বেসিকতাস-ডায়নামো জাগরেব, রোস্তভ-পিএসভি।

কিছু পরিসংখ্যান:
বার্সা-মনশেনগ্লাডবাখ:
# ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রথমবারের মতো মনশেনগ্লাডবাখের মুখোমুখি হচ্ছে বার্সা।

# কোনো ক্লিন শিট (গোল হজম না করা) ছাড়াই স্প্যানিশ প্রতিপক্ষের বিপক্ষে ১৩টি হোম ম্যাচ পার করেছে মনশেনগ্লাডবাখ।

# ইউরোপিয়ান প্রতিযোগিতায় স্প্যানিশ টিমের বিপক্ষে সবশেষ ৯ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে জার্মান ক্লাবটি (২ ড্র, ৬ হার)। একমাত্র জয়টি এসেছিল সেভিয়ার বিপক্ষে (নভেম্বর, ২০১৫)।

# জার্মানিতে নিজেদের সবশেষ তিন ম্যাচেই জয়হীন বার্সা (১ ড্র, ২ হার)।

# চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে সবশেষ পাঁচটি অ্যাওয়ে ম্যাচে অপরাজিত স্প্যানিশ চ্যাম্পিয়নরা (৩ জয়, ২ ড্র)।

অ্যাতিলেতিকো-বায়ার্ন:
# গত মৌসুমের সেমিফাইনালের পর আবারো মুখোমুখি বায়ার্ন-অ্যাতলেতিকো।

# ইউরোপিয়ান প্রতিযোগিতায় চারবার বায়ার্নের সামনে পড়েছে অ্যাতলেতিকো। এক ম্যাচেও একটির বেশি গোল করতে পারেনি তারা।

# চ্যাম্পিয়নস লিগে নিজেদের শেষ ১৯টি গ্রুপ পর্বের ম্যাচে মাত্র দু’টিতে হেরেছে ‍অ্যাতলেতিকো (১৪ জয়, ৩ ড্র)।

# ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে নিজেদের সবশেষ ১২ ম্যাচের মধ্যে দশটিতেই ক্লিন শিট ধরে রাখে সিমিওনের অ্যাতলেতিকো। এ রেসে তারা কেবল তিনটি গোল হজম করে।

# হোম গ্রাউন্ডে শেষ ১৭টি ম্যাচে একবারই হারের মুখ দেখে অ্যাতলেতিকো (১৩ জয়, ৩ ড্র)।

# শেষ ২৩টি গ্রুপ পর্বের ম্যাচে ১৯টিতেই জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন (১ ড্র, ৩ হার)। ১৩ ম্যাচে ক্লিন শিট ও এক ম্যাচে তারা স্কোর করতে ব্যর্থ হয় (০-২, আর্সেনালের বিপক্ষে)।

# চ্যাম্পিয়নস লিগে সবশেষ চারটি গ্রুপ পর্বের অ্যাওয়ে ম্যাচের মধ্যে সমান দু’টি জয় ও দু’টিতে হারের লজ্জায় ডোবে বাভারিয়ানরা।

# স্পেনের মাটিতে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে তিনটি হার সঙ্গী করে অ্যাতলেতিকোর মাঠে নামবে বায়ার্ন। যেখানে তারা একটি গোলও করতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।