ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসির অভাব টের পাচ্ছে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
মেসির অভাব টের পাচ্ছে বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: লিওনের মেসিকে ছাড়াই চ্যাম্পিয়নস লিগে বুরুশিয়া মনশেনগ্লাডবাখের মাঠে পিছিয়ে থেকেও ২-১ গোলের জয় পায় বার্সেলোনা। সে যাই হোক, দলের সেরা তারকার অনুপস্থিতি দলের খেলায় যে প্রভাব ফেলেছে সেটিই মনে করিয়ে দিয়েছেন সার্জিও বুসকেটস।

বুসকেটসের মতে, মনশেনগ্লাডবাখের বিপক্ষে জেতা ম্যাচটিতে মেসির অভাবটা বেশ ভুগিয়েছে। আরদা তুরান ও জেরার্ড পিকের গোলে রক্ষা পায় স্প্যানিশ জায়ান্টরা। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গত ২২ সেপ্টেম্বরের লিগ ম্যাচটিতে (১-১) ডান পায়ে আঘাত পান মেসি। তিন সপ্তাহের জন্য চলে যান মাঠের বাইরে।

বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটে বুসকেটস উল্লেখ করেন, ‘আমরা সব সময়ই মেসিকে মিস করবো। যখন এমন কষ্টার্জিত কম ব্যবধানের জয় অাসবে তখন তার অনুপস্থিতির বিষয়টি আরো বেশি লক্ষনীয় হয়ে ওঠে। ’  

এ জয়ে গ্রুপ ‘সি’র শীর্ষে বার্সা। আগামী ১৯ অক্টোবর (বুধবার) নিজেদের পরবর্তী ম্যাচে ইংলিশ জায়ান্ট ম্যানসিটির মুখোমুখি হবে তারা। হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়। এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মেসির হ্যাটট্রিকে সেল্টিককে ৭-০ গোলে বিধ্বস্ত করে উড়ন্ত সূচনা পায় লুইস এনরিকের শিষ্যরা।

লা লিগায় আগামী রোববার (২ অক্টোবর) সেল্টা ভিগোর মাঠে নামবে মেসিবিহীন বার্সা। খেলা শুরু দিবাগত রাত পৌনে ১টায়।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।