ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

বার্সা ম্যাচে ছিটকে গেছেন সিলভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৩, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
বার্সা ম্যাচে ছিটকে গেছেন সিলভা থিয়াগো সিলভা/ছবি: সংগৃহীত

অধিনায়ককে ছাড়াই বার্সেলোনার মুখোমুখি হচ্ছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে সেন্টারব্যাক থিয়াগো সিলভাকে পাচ্ছেন না কোচ ইউনাই এমেরি। পায়ের ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি ব্রাজিলিয়ান তারকা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) প্যারিসে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। ন্যু ক্যাম্পে ফিরতি পর্বের ম্যাচ আগামী ৮ মার্চ।

বার্সা ম্যাচ সামনে রেখে দলের সবশেষ ট্রেনিং সেশনে অনুশীলন করতে পারেননি সিলভা। গত শনিবারের (১১ ফেব্রুয়ারি) লিগ ম্যাচে বোর্ডেক্সের বিপক্ষেও তাকে দলের বাইরে রাখা হয়।

জানা যায়, ফিটনেস প্রমাণে ব্যর্থ হওয়ায় এমেরির ১৮ সদস্যের স্কোয়াডে অনুপস্থিত থাকবেন ৩২ বছর বয়সী এ অভিজ্ঞ ডিফেন্ডার। এদিকে, নিষেধাজ্ঞার কারণে কাতালানদের বিপক্ষে চ্যালেঞ্জিং ম্যাচ মিস করবেন সিলভার স্বদেশী মিডফিল্ডার থিয়াগো মোত্তা।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।