ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

ফুটবল

প্রায় ২ কোটি টাকায় রোনালদোর জমজ সন্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, জুলাই ২, ২০১৭
প্রায় ২ কোটি টাকায় রোনালদোর জমজ সন্তান ছবি: সংগৃহীত

দ্বিতীয়বার বাবা হয়েছেন পর্তুগালের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এবার জমজ সন্তানের বাবা হয়েছেন সিআর সেভেন। ফুটফুটে সেই দুই নবজাতককে (ছেলে ও মেয়ে) কোলে নিয়ে ছবি তুলে, তা ফেসবুকে পোস্ট করে সারা দুনিয়াকে জানিয়েও দিয়েছেন রোনালদো।

পর্তুগিজ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এই দুই সন্তানকে পেতে রিয়াল মাদ্রিদের সুপার স্টারের খরচ হয়েছে ২ লাখ ইউরো! যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৮৪ লাখ ১৪ হাজার ৩৪৫ টাকা!

‘সারোগেসি’ (ভাড়াটে গর্ভধারিণী) প্রক্রিয়ায় জমজ সন্তানের বাবা হন রোনালদো। যাদের মধ্যে ছেলে ও মেয়ে শিশু রয়েছে বলে জানায় পর্তুগালের কিছু সংবাদমাধ্যম।

তার দুই জমজ সন্তান পৃথিবীর মুখ দেখেছে গত ৮ জুন। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট কোস্টের একজন ‘সারোগেট মাদার’ এর সাহায্যে জমজ সন্তানের বাবা হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। রোনালদো এবারও গোপন রাখছেন দুই সন্তানের মায়ের পরিচয়। তবে ধারণা করা হচ্ছে, সারোগেট মা থাকেন আমেরিকার পশ্চিম উপকূলের কোনো এক জায়গায়।

গত বুধবার রাশিয়ায় অনুষ্ঠিত কনফেডারেশন্স কাপের সেমিফাইনালে চিলির কাছে হারের জাতীয় দল থেকে ছুটি নেন রোনালদো। পরে যুক্তরাষ্ট্রে ছুটে যান রিয়াল তারকা। রাশিয়ায় থাকা অবস্থায় দুই নবজাতকের বাবা হওয়ার খবর প্রকাশ করেন তিনি। এরপর যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তানদের কোলে নেওয়া ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

খবরে আরও বলা হচ্ছে, রোনালদোর এই জমজ সন্তানদের নাম রাখা হয়েছে ইভা (মেয়ে) এবং মাতেও (ছেলে)। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ছোট ছেলের নামও মাতেও। যদিও পর্তুগিজ মহাতারকা এখনও আনুষ্ঠানিক কোনো নাম ঘোষণা করেননি। এর আগে ২০১০ সালে ‘সারোগেট মাদার’-এর মাধ্যমে প্রথমবার বাবা হয়েছিলেন পর্তুগালের রেকর্ড গোলস্কোরার। তার ছেলের নাম রাখা হয় রোনালদো জুনিয়র।

গত মার্চে ব্রিটিশ গণমাধ্যম দাবী করেছিল, জোড়া পুত্র সন্তানের বাবা হয়েছেন রোনালদো। যদিও পরে সেটা ‘ভুয়ো’ বলেই প্রমাণিত হয়।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ০২ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।