ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পিএসজির জয়ে ফেরার ম্যাচে এমবাপ্পের গোল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
পিএসজির জয়ে ফেরার ম্যাচে এমবাপ্পের গোল পিএসজির জয়ে ফেরার ম্যাচে এমবাপ্পের গোল-ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে নঁতেকে ১-০ গোলে হারিয়ে লিগ ওয়ানে জয়ের ফিরলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এর আগে লিগে টানা দুই ম্যাচ ড্র করেছিল টমাস টুখেলের শিষ্যরা।

ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে এদিন তারকা স্ট্রাইকার নেইমারকে ছাড়াই খেলতে নামে পিএসজি। তবে পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেললেও গোলের দেখা পেতে ৬৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের।

দ্বিতীয়ার্ধে অ্যাঙ্গেল ডি মারিয়ার কর্ণার শট থেকে আলতো টোকায় জয়সূচক গোলটি করেন তরুণ তারকা এমবাপ্পে। লিগে ১৩টি গোল নিয়ে গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠলেন বিশ্বকাপ জয়ী এ নায়ক।

লিগে ১৭ ম্যাচে ১৫ জয় ও দুই ড্রয়ে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৪৭। লিল ১৯ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, ২৩ ডিসেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।