ম্যাচের প্রথমার্ধে দুই ফাইনালিস্টের কোনো পক্ষই গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ৬১তম মিনিটে কাটে গোল খরা।
২ দিন আগেই নিজের ৩৪তম জন্মদিন উদযাপন করা রেপিনো ডাচ গোলরক্ষক সারি ভ্যান ভিনেন্ডালকে পরাস্ত করে নিজের ৫০তম আন্তর্জাতিক গোলের দেখা পান। এই আসরে এটি তার ষষ্ঠ গোল, যা তাকে গোল্ডেন বুট এনে দিয়েছে। নারী বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোল করার কীর্তিও এখন তার দখলে।
৬৯তম মিনিটে অনেকটা একক প্রচেষ্টায় বল বানিয়ে গোলও পোস্টের ১৮ গজ দূর থেকে বা পায়ের দারুণ শটে লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন লেভেলে। ম্যাচ শেষ হওয়া মাত্রই গ্যালারি থেকে ‘সমান সম্মানী’ বলে এক ঝাঁক দর্শক চিৎকার করতে থাকেন। গত মার্চেই লিঙ্গ বৈষম্য নিয়ে মার্কিন সকার ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন দেশটির নারী ফুটবলাররা। এটা তারই প্রতিবাদ।
রেপিনো বিশ্বকাপ শুরুর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর কেড়েছিলেন। মার্কিন ফুটবলে লিঙ্গ বৈষম্যের প্রতিবাদে হোয়াইট হাউসের ডাকে সাড়া দেবেন না বলে জানিয়ে দিয়েছিলেন মার্কিন অধিনায়ক।
২০১৫ সাল থেকে এখন পর্যন্ত বিশ্বকাপের কোনো ম্যাচে হারেনি মার্কিন নারী দল। এই সময়ে দলটি ১২ ম্যাচে ২৬ গোলের রেকর্ড গড়েছে। এই নিয়ে চতুর্থ শিরোপা জিতলো মার্কিনরা। এর আগে ১৯৯১, ১৯৯৯ এবং ২০১৫ সালে চ্যাম্পিয়ন হয় উত্তর আমেরিকার দেশটি। তাছাড়া জার্মানির পর এই প্রথম টানা দুই শিরোপা জেতার ইতিহাসও গড়া হয়ে গেল। এর আগে ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপে এই ইতিহাস গড়েছিল জার্মান নারী দল।
বাংলাদেশ সময়: ০৭৩২ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৯
এমএইচএম