ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

পিছিয়ে পড়েও লিভারপুল-সিটির রোমাঞ্চকর জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
পিছিয়ে পড়েও লিভারপুল-সিটির রোমাঞ্চকর জয়

পিছিয়ে পড়েও নাটকীয় জয় নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে অ্যাস্টন ভিয়াকে হারিয়েছে অলরেডসরা। প্রিমিয়ার লিগে এ নিয়ে টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকলো জার্গেন ক্লপের শিষ্যরা। অন্যদিকে লিভারপুলের মতো পিছিয়ে পড়ার পরও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি।

বার্মিংহ্যামের ভিলা পার্কে অ্যাস্টন ভিয়ার মাঠে আতিথ্য নেয় লিভারপুল। ম্যাচের ২১তম মিনিটে লিড নেয় স্বাগতিকরা।

মাহমুদ হাসানের গোলে ১-০ তে এগিয়ে যায় অ্যাস্টন ভিয়া। বিরতির পর ম্যাচে ফেরার সুযোগ খুঁজতে থাকে লিভারপুল। শেষ অবধি গ্যালারির চেয়ার ছেড়ে দাঁড়িয়ে স্বাগতিক দর্শকরা যখন ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের হারানোর উল্লাস করার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনি লিভারপুলের ঘুরে দাঁড়ানোর শুরু।

ম্যাচের ৮৭ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান অ্যান্ডি রবার্টসন। আর ম্যাচের যোগ করা অতিরিক্ত সময়ে (৯৪তম মিনিট) সেনেগালের তারকা সাদিও মানের গোলে উল্টো জয় তুলে নেয় লিভারপুল।

ওদিকে, নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জিতেছে সিটি। জেমস ওয়ার্ডের গোলে ম্যাচের ১৩ মিনিটের এগিয়ে যায় আতিথ্য নেওয়া সাউদাম্পটন। ৭০ মিনিটে আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো সিটিজেনদের সমতায় নেন। ৮৬ মিনিটের মাথায় কাইল ওয়াকার দলকে জয়সূচক গোলটি পাইয়ে দেন।

পেপ গার্দিওয়ালার শিষ্যরা শেষ অবধি ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। ১১ ম্যাচে ১০ জয় আর এক ড্র নিয়ে সর্বোচ্চ ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ১১ ম্যাচে ৮ জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানসিটি।

বাংলাদেশ সময়: ০০৪১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এমআরপি/এমএমইউ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।