দক্ষিণ এশিয়ান গেমসে ছেলেদের ফুটবল শুরু হবে ১ ডিসেম্বর। তার আগেই আনুষ্ঠানিকভাবে নতুন করে সূচি জানিয়ে দেওয়া হবে।
টুর্নামেন্টের পাঁচটি দল স্বাগতিক নেপালসহ বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও ভুটান। গেমসে অংশগ্রহণ করতে আজই কাঠমান্ডু গিয়েছে বাংলাদেশ দল।
এদিকে, দেশ ছাড়ার আগে ফুটবলাররা শুনিয়েছেন প্রত্যাশার কথা। সোনার পদক পুনরুদ্ধারই মূল লক্ষ্য বাংলাদেশের। দল নিয়ে কোচ জেমি ডে প্রস্তুতি শুরু করবেন নেপালে। ১৯৯৯ সালে ফুটবলে প্রথম সোনা জিতেছিল বাংলাদেশ। এরপর ২০১০ সালে আবারও স্বর্ণ পদক জেতে বাংলাদেশ। ২০১৬ আসরে জেতে ব্রোঞ্জ।
এসএ গেমসের ত্রয়োদশতম আসরে ২৮টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নেবে বাংলাদেশ।
ড্র’য়ের পর গ্রুপ ‘এ’তে বাংলাদেশের সঙ্গী হয়েছিল স্বাগতিক নেপাল এবং ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে ছিল ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। এসএ গেমস ফুটবলের ইতিহাসে সর্বোচ্চবার স্বর্ণ জয়ী পাকিস্তান দল এবারের আসরে অংশগ্রহণ করবে না বলে আগেই জানিয়েছে।
২০ সদস্যের বাংলাদেশ দল:
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, মোহাম্মদ পাপ্পু হোসেন ও মাহফুজুর রহমান প্রীতম।
রক্ষণভাগ: বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত ও সুশান্ত ত্রিপুরা।
মধ্যমাঠ: জামাল ভূঁইয়া (অধিনায়ক), বিপলু আহমেদ, রবিউল হাসান, মাহবুবুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম ও মোহাম্মদ আল আমিন।
আক্রমণভাগ: সাদ উদ্দিন, নাবীব নেওয়াজ জীবন, রাকিব হোসেন ও আরিফুর রহমান।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এমআরপি