ঢাকা: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি এবং সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও আটজন ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আটজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনে বাইরে দুইজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চার জন, খুলনা সিটি করপোরেশনের বাইরে একজন রয়েছেন। নতুন আক্রান্তদের চার জন পুরুষ এবং চারজন নারী।
২৪ ঘণ্টায় মোট ১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট এক হাজার ৪২২ জন ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের ১২ মার্চ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক হাজার ৫০২ জন। এরমধ্যে ৯৫৯ জন পুরুষ এবং ৫৫৩ জন নারী। একই সময়ে ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছে ২০ জন। মৃতদের মধ্যে নয় জন পুরুষ এবং জন ১১ জন নারী।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
আরকেআর/এসআইএ