ঢাকা: সরকারি স্বাস্থ্যসেবায় বিদ্যমান চিকিৎসক সংকট নিরসনে ৪৮তম (বিশেষ) বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সকল চিকিৎসককে দ্রুত নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে ৪৮তম বিসিএস নিয়োগপ্রত্যাশী সাধারণ চিকিৎসক ফোরাম।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
নিয়োগবঞ্চিত চিকিৎসক ডা. শাদমান সাকিব রাফি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে বর্তমানে প্রায় ১২ হাজার ৯৮০টি চিকিৎসক পদ শূন্য রয়েছে। এতে তৃণমূলে মানুষ পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না। বিত্তশালীরা বেসরকারি বা বিদেশে চিকিৎসা নিতে পারলেও সাধারণ মানুষের ভরসা সরকারি স্বাস্থ্যসেবাই।
তিনি আরও বলেন, ৪৪তম থেকে ৪৬তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি। ফলে প্রায় ১ হাজার ৫০০ জন প্রার্থী ৪৮তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হলেও, তারা আগের বিসিএসে যোগদান করতে পারেন। এতে ৪৮তম বিসিএসের সহকারী সার্জন পদ আবারও শূন্য হয়ে যাবে।
সংবাদ সম্মেলনে ডা. মো. আল মুনতাসির বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে আরও তিন হাজার শূন্যপদে চিকিৎসক নিয়োগের চাহিদাপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তাই চূড়ান্ত গেজেট প্রকাশের আগেই মেধাক্রম অনুযায়ী নিয়োগ দেওয়া সম্ভব।
ফোরামের পক্ষ থেকে অবিলম্বে ৪৮তম বিসিএসের সব উত্তীর্ণ প্রার্থীকে সহকারী সার্জন পদে নিয়োগের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা শতাধিক নিয়োগপ্রত্যাশী চিকিৎসক উপস্থিত ছিলেন।
ডিএইচবি/এসআইএস