ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

স্বাস্থ্য

বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশ্ব দৃষ্টি দিবস পালিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৭, অক্টোবর ৯, ২০২৫
বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশ্ব দৃষ্টি দিবস পালিত

খুলনা: বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং আন্তর্জাতিক দাতা সংস্থা সাইটসেভারস ও দি ফ্রেড হলোজ ফাউন্ডেশনের সহযোগিতায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য পদযাত্রা, আলোচনা সভা এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন ও চশমা বিতরণ কার্যক্রম।

দিনব্যাপী এসব কর্মসূচির উদ্বোধন করা হয় বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে। পদযাত্রা শেষে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল শিরোমনির বোর্ড অফ ট্রাস্টিজর চেয়ারম্যান ডা. মো. রফিকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন।

বিশেষ অতিথি ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল খুলনার তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজী। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান মুন্সি মইনুল ইসলাম, ট্রেজারার হারুন আর রশিদ, ম্যানেজিং ট্রাস্টি ডা. মো. নজরুল ইসলাম, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. মোস্তফা কামাল, সাইট সেভার্সের বনফুল চুমকি, ওদি ফ্রেড হলোজ ফাউন্ডেশনের আমিনুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা চোখের স্বাস্থ্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে নিয়মিত চক্ষু পরীক্ষা ও সঠিক দৃষ্টিসেবা গ্রহণের আহ্বান জানান। পরে প্রেসক্লাব প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন ও চশমা বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। যেখানে শতাধিক মানুষ চক্ষু সেবা গ্রহণ করেন।

দিনব্যাপী এ কার্যক্রমে ছিল উৎসবমুখর পরিবেশ, অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস ও দৃষ্টিসেবায় আন্তরিক আগ্রহ। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি খুলনা অঞ্চলে চোখের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

 

এমআরএম

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।