শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে।
আইইডিসিআরের তথ্যে দেখা যায়, বয়স বিভাজনের ক্ষেত্রে ১০ বছরের নিচে আছে ১৬ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ২৮ জন, ২১ থেকে ৩০ এর মধ্যে ৮২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৯২ জন, ৪১ থেকে ৫০ বছরে মধ্যে ৮০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬৮ জন, ৬০ বছরের অধিক বয়সের রয়েছে ৫৮ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে। মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪২৪ জন। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭ হাজার ৩৫৯টি।
দেশে মোট কোয়ারেন্টিনে আছেন ১২ হাজার ৬০১ জন। আইসোলেশনে রয়েছেন ১৫২ জন। আক্রান্ত ৪২৪ জনের মধ্যে ৩৬৪ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
পিএস/এইচএডি